সবচেয়ে বয়স্ক ক্রিকেটারের খেলা হচ্ছে না আইপিএলে

অবসর নেওয়ার আগে সংযুক্ত আরব আমিরাতে টি-টেন লিগে অংশ নিয়েছিলেন প্রবীণ। ভারতের ক্রিকেটের নিয়ম অনুযায়ী অবসর নেওয়ার আগ পর্যন্ত কোন ক্রিকেটার বাহিরের দেশে টি-টোয়েন্টি বা টি-টেন লিগে খেলার সুযোগ নেই।

কিন্তু বোর্ডের এমন নিয়মকে তোয়াক্কা করলেন না প্রবীণ। ২০১৮ সালে টি-টেন লিগে অংশ নেন এই ডানহাতি ব্যাটসম্যান। তাই তাকে ক্রিকেট থেকে নির্বাসনে পাঠান ভারতীয় ক্রিকেট বোর্ড।

প্রবীন অবশ্য যখন টি-টেন লিগে খেলছিলেন, তখন দেশের ক্রিকেটে তার অবসর। কিন্তু পরে অবসরের সিদ্ধান্ত ফিরিয়ে নেন। আইপিএলের নিলামে নাম পাঠালে কলকাতা নাইটরাইর্ডাস তাকে দলে ভেড়ায়। কিন্তু অবসরে না থাকা ক্রিকেটারের ভিনদেশি লিগে খেলা কোনভাবেই মেনে নিতে পারছে না বিসিসিআই।

বার্তাবাজার/কেএ

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর