অস্ট্রেলিয়ার বিপক্ষে সালমা-জাহানারাদের হার

৫০ ওভারের ক্রিকেট ম্যাচে যেখানে বাংলাদেশের মেয়েরা ২০০ রান বা তার কাছাকাছি যেতে কস্ট হয়,
সেখানে টি-টোয়েন্টিতে প্রায় ২০০ (১৯০) টার্গেট! যা বাংলাদেশের মেয়েদের জন্যে পাহাড়সম লক্ষ্য। তারমধ্যে প্রতিপক্ষ নারীদের ক্রিকেটে সবার উপরে থাকা অস্ট্রেলিয়া দল।

শেষ পর্যন্ত রেজাল্ট যা হওয়ার তাই হয়েছে। ক্যানবেরার মানুকা ওভালে ৮৬ রানের বড় ব্যবধানেই হারলো সালমার দল। অস্ট্রেলিয়ার ছুঁড়ে দেয়া ১৯০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৯ উইকেট হারিয়ে ১০৩ রানে
গুড়িয়ে বাংলাদেশের ইনিংস।

বলতে গেলে বাংলাদেশের ব্যাটসম্যানরা দাঁড়াতেই পারেনি অস্ট্রেলিয়ার বোলারদের সামনে। সর্বোচ্চ ৩৬ রান করেন ফারজানা হক। নিগার সুলতানা করেন ১৯। সমান ১৩ রান করেন শামীমা সুলতানা এবং রুমানা আহমেদ।

অন্যরা দুই অংকের ঘরেই যেতে পারেননি। অস্ট্রেলিয়ান বোলার মেগান স্কাট নেন সর্বোচ্চ ৩ উইকেট। ২টি নেন জেস জোনাসেন। ১টি করে উইকেট নেন অ্যানাবেল সাদারল্যান্ড এবং নিকোলা ক্যারে।

স্কোর: অস্ট্রেলিয়া- ১৮৯/১(২০ ওভার)
হিলি ৮৩, মুনি ৮১*, গার্ডনার ২২*
সালমা ১/৩৯

বাংলাদেশ- ১০৩/৯(২০ ওভার)
ফারজানা ৩৬, নিগার ১৯, রুমানা ১৩
মেগান ৩/২১, জোনাসেন ২/১৭।

বার্তাবাজার/কেএ

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর