বিদ্যুতের দাম আরও এক দফা বাড়ল

আবারও পাইকারি ওখুচরা পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ানো হয়েছে। মার্চের প্রথম দিন থেকেই এই কার্যকর হবে। আজ বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর এনার্জি রেগুলেটরি কমিশন কার্যালয়ে এক ব্রিফিংয়ে এ কথা জানান সংস্থাটির চেয়ারম্যান আব্দুল আজিজ।

তিনি আরও জানান, খুচরায় প্রতি ইউনিটে ৪.৭৭ টাকার পরিবর্তে নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে ৫.১৭ টাকা। আরপাইকারিতে ৬.৭৭ টাকা থেকে করা হয়েছে ৭.১৩ টাকা।

এই সরকারের আমলে দেশের বেশিরভাগ অঞ্চলে বিদ্যুতায়ন হলেও কয়েক দফায় বেড়েছে বিদ্যুতের দাম।

এ সরকারের আমলে এর আগেও কয়েক দফা বাড়ানো হয় বিদ্যুতের দাম।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর