কৃষকলীগের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকীতে মুরাদনগরে আলোচনা সভা ও দোয়া মাহফিল

বাংলাদেশ আওয়ামী কৃষকলীগের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কুমিল্লার মুরাদনগরে বর্ণাঢ্য র‌্যালি আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে কুমিল্লা উত্তর জেলা , মুরাদনগর ও বাঙ্গরা বাজার থানা কৃষকলীগের উদ্যোগে মুরাদনগর উপজেলা পরিষদ মাঠে এ আলোচনা সভা ও দোয়ার মাহফিলের আয়োজন করা হয়।

কুমিল্লা উত্তর জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক পার্থ সারথী দত্তের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন আওয়ামীলীগ কেন্দ্রিয় কমিটির সাবেক অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক আলহাজ¦ ইউসুফ আব্দুল্লাহ হারুন এমপি। বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ম. রুহুল আমীন, উপজেলা চেয়ারম্যান সৈয়দ আলহাজ¦ আব্দুল কাইয়ুম খসরু। উপজেলা কৃষকলীগের যুগ্ম আহবায়ক মাহফুজুর রহমান বাকিরের উপস্থাপনায় সভায় বক্তব্য রাখেন মুরাদনগর থানা কৃষক লীগের আহবায়ক কামাল উদ্দিন খন্দকার, বাঙ্গরা বাজার থানা কৃষক লীগের আহবায়ক আবু মুছা আল কবির, উপজেলা ছাত্রলীগের আহবায়ক ফয়সাল আহম্মেদ নাহিদ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্যসচিব সেলিম সরকার।

আলোচনা অনুষ্ঠানেঅন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক ও জেলা পরিষদ সদস্য খায়রুল আলম সাধন, সাবেক ভিপি হাজী জাকির হোসেন, বাঙ্গরা পশ্চিম ইউপি চেয়ারম্যান রূহুল আমিন, কুমিল্লা উত্তর জেলা কৃষক লীগের সহ-সভাপতি প্রদ্যুৎ কুমার সাহা, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম রাজীব, উপজেলা কৃষক লীগের সাবেক আহবায়ক আব্দুর রহিম সরকার, সদস্যসচিব আবু ইউসুফ ভুইয়া খোকন, মুরাদনগর থানা কৃষক লীগের যুগ্ম আহবায়ক আশরাফুল ইসলাম মেম্বার, মোহাম্মদ হাসান ও বাঙ্গরা বাজার থানা কৃষক লীগের যুগ্ম আহবায়ক আবুবকর সবুজ প্রমুখ। পরে কেক কেটে উপস্থিত সকলকে খাওয়ানো হয়।

আলোচনার শুরুতে কোরআন তেলাওয়াত করেন কুড়াখাল কুরুন্ডি দাখিল মাদরাসার সুপার মাওলানা আনম জসিম উদ্দিন। শেষে দেশ ও জাতির শান্তি কামনা করে
দোয়া পরিচালনা করেন কাজিয়াতল দাখিল মাদরাসার সুপার মাওলানা মোস্তাফিজুর রহমান। আলোচনা সভা শেষে কৃষক লীগের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে একটি বনার্ঢ্য র‌্যালি উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর