লক্ষ্মীপুরে অনুষ্ঠিত হলো ইসলামী গানের রিয়্যালিটি শো

“জীবন রাঙিয়ে দিতে জীবনের গানে, আমরা এসেছি আজ সুরের সন্ধানে” এই স্লোগানে পবিত্র মাহে রমজান উপলক্ষে লক্ষ্মীপুরে অনুষ্ঠিত হল ইসলামী গানের
প্রতিযোগিতা সুরের সন্ধানে।

শুক্রবার সকালে শহরের আইডিয়াল আলিম মাদরাসা ক্যম্পাসের সম্মেলন কক্ষে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে ১০ বছর থেকে ২৫ বছর বয়সী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ছয় শতাধিক প্রতিযোগী অংশ নেয়।

স্থানীয় অনুপম মাল্টিমিডিয়ার আয়োজনে রিয়্যালিটি শো এর ২য় রাউন্ড এটি। এর আগে জেলার ৫টি উপজেলায় প্রথম রাউন্ডে শেষ হয়। ফাইনাল পর্ব রমজানে অনুষ্ঠিত হবে।

এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লক্ষ্মীপুর আইডিয়াল আলিম মাদরাসা অধ্যক্ষ আ ন ম ইব্রাহিম, উপাধ্যক্ষ আব্দুল জলির মিজান। প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন, আব্দুল বাতেন, মিরাজ হোসেন, সামছুল ইসলাম, আব্দুল আজিম ও জাকির হোসেন।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর