সমুদ্র সৈকতের প্লাস্টিক বজ্য পরিস্কার করেলো জেলা পুলিশ

পটুয়াখালীর কুয়াকাটায় সমুদ্র সৈকতের ৮ কিলোমিটারের প্লাস্টিকের বোতল, বিভিন্ন পলিথিন ও প্লাস্টিক বজ্য পরিস্কার করেন জেলা পুলিশের খেলোয়াড় দলের সদস্যরা। এছাড়া সৈকতের ময়লা ফেলার জন্য জেলা পুলিশের উদ্যোগে সৈকতের বিভিন্ন স্থানে শতাধিক ডাসবিন স্থাপন করা হয়েছে।

শনিবার (২২ ফেব্রুয়ারী) সকাল ১০ টায় পটুয়াখালীর পুলিশ সুপার মোহাম্মদ মইনুল হাসান পিপিএম এ কর্মসূচীর উদ্বোধন করেন।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো. মাহফুজুর রহমানের, অতিরিক্ত পুলিশ সুপার (হেডকোয়ার্টার) শেখ বিল্লাল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (কলাপাড়া সার্কেল) আহমেদ আলী, সহকারী পুলিশ সুপার মো. ফেরদৌসী প্রমুখ।
পটুয়াখালীর পুলিশ সুপার মোহাম্মদ মইনুল হাসান পিপিএম জানান, বাংলাদেশের একমাত্র সমুদ্র সৈকত হচ্ছে সাগরকন্যা কুয়াকাটা যেখান থেকে সূর্যোদয় ও সূর্যাস্ত উপভোগ করা যায়। মহিপুরের লতাচাপলী ইউনিয়নের ধূলাসার গ্রামের (সর্ব দক্ষিণস্থ গ্রাম) গঙ্গামতি থেকে সূর্যোদয় উপভোগ করা যায়। সূর্যোদয় উপভোগের এ মনোরম স্থানে দায়িত্ব পালনরত অবস্থায় আমরা যত্রতত্র ময়লা আবর্জনা প্রত্যক্ষ করেছি যা দেশী ও বিদেশী পর্যটকদের সমুদ্র সৈকত সম্পর্কে নেতিবাচক ধারণা পোষণ করে। বিদেশি পর্যটকরা আমাদের পর্যটন শিল্পের উন্নয়ন ও বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

তিনি আরও জানান, বাংলাদেশ পুলিশের দায়িত্ব ও কর্তব্য হচ্ছে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ তথা অপরাধ দমন,প্রতিরোধ এবং অপরাধীকে আইনের আওতায় এনে বিজ্ঞ আদালতে সোপর্দ করা। তদুপরি, সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে জেলা পুলিশ সমুদ্র সৈকত এলাকায় পর্যটকদের নিরাপত্তা বিধানের পাশাপাশি ওই স্থানটি পরিস্কার পরিচ্ছন্ন করার বিশেষ উদ্যোগ নিয়েছি। জেলা পুলিশের খেলোয়াড় দলের সদস্যবৃন্দ ব্যাপক সাড়া দিয়েছেন। আমরা ময়লা রাখার জন্য পর্যাপ্ত সংখ্যক ডাস্টবিন বক্স স্থাপন করেছি যাতে সর্বসাধারণের ব্যবহৃত ময়লা নির্দিষ্ট জায়গায় রাখতে পারেন। এসময় জনসাধারণসহ পর্যটকদেরকে বিনীত আহবান জানিয়ে তিনি আরও বলেন, সৈকত পরিস্কার পরিচ্ছন্ন রাখুন, পরিবেশ দূর্ষন থেকে বিরত থাকুন, এবং সকলেই এ ব্যাপারে সচেতন হবো।

বার্তা বাজার/এস.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর