যতনে থাকুক শীতের পোষাক

এবারে শীত বেশ ঝাকিয়েই বসেছিল দেশবাসীর উপর। শীত চলে গিয়েছে। এখন চলে বসন্ত।  শীতের অতিপ্রিয় কাপড়গুলোকে বিদায় জানিয়ে তোলে রাখার সময় এসে গিয়েছে। যারা এখনও শীতের কাপড়কে বিদায় জানাননি কিংবা জানাবেন তাদের সবার জন্যই আজকের টিপস। দীর্ঘদিন আলমিরায় তলে রাখার জন্য চাই কাপড়ের সুরক্ষার নিশ্চয়তা।

 

  • শাল অথবা মাফলার উঠিয়ে রাখার আগে পরিষ্কার করে নিন। উল্টো করে ইস্ত্রি করে তারপর রাখুন আলমারিতে। শাল ভাঁজ করে হ্যাঙ্গারে ঝুলিয়ে রাখবেন।
  • কাপড় ও লেপ-কম্বল তুলে রাখার পর ভাঁজে ভাঁজে ন্যাপথালিন রেখে দিন। পোকামাকড়ের আনাগোনা বন্ধ হবে
  • কোট/ব্লেজার উঠিয়ে রাখার আগে অবশ্যই নরম কাপড়ের আবরণে মুড়ে রাখবেন।
  •   উলের সোয়েটার ড্রাই ওয়াশ করিয়ে নিন। ববলিন থাকলে সেটি নরম ব্রাশ দিয়ে পরিষ্কার করে তারপর রাখুন আলমারিতে।
  •  কম্বল উঠিয়ে রাখার আগে কভার খুলে ড্রাই ওয়াশ করিয়ে নিন। ঘরে পরিষ্কার করতে চাইলে শ্যাম্পু মিশ্রিত পানিতে কিছুক্ষণ ভিজিয়ে রেখে তারপর পরিষ্কার করে ফেলুন।
  • লেপ ধোয়া সম্ভব হয় না। তাই লেপ উঠিয়ে রাখার আগে অবশ্যই একদিন কড়া রোদে রেখে দিন। কভার পরিষ্কার করে ধুয়ে রাখুন।

 

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর