ভাষার কিছু কালজয়ী গান ও তাদের স্রষ্টা ( ভিডিওসহ)

চলছে ভাষার মাস। বাঙালি জাতির আবেগ, অনুভুতি আর ভালবাসার সাথে মিশে আছে এই মাসটি। ২১শে ফেব্রুয়ারি নিয়ে যুগে যুগে অনেক বিখ্যাত গানের সৃষ্টি হয়েছে।

আজ আসুন নতুন করে আরও একবার পরিচিত হই এইসব কালজয়ী গানের স্রষ্টাদের সাথে।

“আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি”

কথাঃ আব্দুল গাফফার চৌধুরী
সুরঃ আলতাফ মাহমুদ

“ভুলব না ভুলব না একুশে ফেব্রুয়ারি ভুলব না”

কথাঃ ভাষা সৈনিক গাজীউল হক
সুরঃ ছাত্র ইউনিয়নের কর্মীরা একটি সিনেমার গান থেকে সংগ্রহ করে।

“ওরা আমার মুখের ভাষা কাইড়া নিতে চায়”

কথা ও সুরঃ শিল্পী আব্দুল লতিফ

“সালাম সালাম হাজার সালাম

কথাঃ ফজল-এ-খোদা
সুরঃ আব্দুল জব্বার

“রাষ্ট্রভাষা আন্দোলনও করিলিরে বাঙালি”

কথাঃ শামছুদ্দীন আহমেদ
সুরঃ শহীদ আলতাফ মাহমুদ

এছাড়াও আরও অনেক বিখ্যাত গান রয়েছে। যেগুলোর কথা ও সুরের সাথে মিশে আছে বাঙালির সংগ্রাম, অশ্রু, আবেগ আর ভালবাসার হাজারো স্মৃতি।

ভাষার এই মাসে সকল ভাষা শহীদদের গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি। একই সাথে সালাম সেই সকল গুণীদের, যারা ভাষার এই মহান ত্যাগকে স্মরণ করে কালজয়ী সৃষ্টি গুলোর মাঝে চিরকাল বেঁচে থাকবেন।

ভিডিও……

যাদের দ্বারা ভাষার গানের সৃষ্টি……

যাদের দ্বারা ভাষার গানের সৃষ্টি……

Gepostet von Barta Bazar am Donnerstag, 20. Februar 2020

বার্তাবাজার/এস.জে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর