মারা গেলেন ‘কপি পেস্টের’ আবিষ্কারক ল্যারি টেসলার

মারা গেলেন কাট, কপি, পেস্ট, ডিজিটাল যুগের এই অতি প্রয়োজনীয় তিনটি ফাংশনের আবিষ্কারক ল্যারি টেসলার।

৭৪ বছর বয়সে গত সোমবার তিনি পরলোকগমন করেন। টেসলার জেরক্স কোম্পানিতে গবেষণার কাজ করতেন, তবে পরবর্তীকালে কাজ করেছেন অ্যাপেল, ইয়াহু, এবং অ্যামাজনের মতো বিশ্বের বৃহত্তম কয়েকটি নামকরা কোম্পানীতে।

টেসলারের লিংকডিন প্রোফাইল থেকে জানা যায়, তার জন্ম ১৯৪৫ সালে। ষাটের দশকে ছিলেন স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির ছাত্র। পরে সেই বিশ্ববিদ্যালয়েই গবেষণা সহকারি হিসেবে কিছুদিন কাজ করেন তিনি।

তাঁর গবেষণার মূল বিষয় – “কগনিটিভ মডেলিং (cognitive modeling), কৃত্রিম বুদ্ধিমত্তা (artificial intelligence), স্বাভাবিক ভাষার প্রতিরূপ (natural language representation) এবং সাঙ্কেতিক প্রোগ্রামিং ভাষা (symbolic programming languages)”।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর