গ্রামীনফোনকে সোমবারের মধ্যে ১ হাজার কোটি টাকা দিতে নির্দেশ

বিটিআরসি ১২ হাজার ৫৭৯ কোটি ৯৫ লাখ টাকা নিরীক্ষা দাবি করেছে, এর মাঝে ১ হাজার কোটি টাকা আগামি সোমাবারের মধ্যে পরিশোধ করতে দেশের জনপ্রিয় মোবাইল অপারেটর কোম্পানী গ্রামীনফোনকে নির্দেশ দিয়েছে আপিল বিভাগ।

প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন সাত বিচারকের আপিল বেঞ্চ বৃহস্পতিবার গ্রামীণফোনের করা রিভিউ আবেদনের শুনানি করে এ আদেশ দেন।

হাইকোর্টে গ্রামীনফোনের পক্ষে মোহাম্মদ মেহেদী হাসান চৌধুরী ও এ এম আমিন উদ্দিন শুনানী করেন। বিটিআরসির পক্ষে ছিলেন আইনজীবী মাহবুবে আলম ও খন্দকার রেজা-ই-রাকিব

এর আগে গত ২৪ নভেম্বর গ্রামীণফোনকে ২ হাজার কোটি টাকা পরিশোধ করতে নির্দেশ দিয়েছিলেন আপিল বিভাগ। বেঁধে দেয়া হয়েছিল তিন মাস সময় শেষ হচ্ছে ২৪ ফেব্রুয়ারি।

বিটিআরসিকে ১০০ কোটি টাকা দিয়ে আলোচনা চালু রাখার প্রস্তাব ওই সময় শেষ হওয়ার আগে দিয়েছিল গ্রামীণফোন। কিন্তু বিটিআরসি তাতে রাজি হয়নি বলে গত বুধবার জানান গ্রামীণফোনের এক কর্মকর্তা জানান।

বিটিআরসি বলে আসছে, গ্রামীণফোনের কাছে নিরীক্ষা আপত্তির ১২ হাজার ৫৭৯ কোটি ৯৫ লাখ টাকার পাশাপাশি রবির কাছেও পাবে ৮৬৭ কোটি ২৩ লাখ টাকা । বারবার টাকা আদায়ে ব্যর্থ হয়ে বিটিআরসি লাইসেন্স বাতিলের হুমকি দিয়ে দুই অপারেটরকে নোটিশ পাঠায়।

২৬ জানুয়ারি সুপ্রিম কোর্টে রিভিউ করে গ্রামীণফোন, যার উপর শুনানি শেষে আদালত আজ বৃহস্পতিবার ১ হাজার কোটি টাকা পরিশোধের জন্য সোমবার পর্যন্ত সময় দিলেন।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর