রুমে নিয়ে ছাত্রীকে কু-প্রস্তাব, প্রধান শিক্ষক কারাগারে

রাজশাহীর বাঘায় ছাত্রীকে কু-প্রস্তাব ও শ্লীলতাহানির অভিযোগে নজরুল ইসলাম নামের এক প্রধান শিক্ষককে কারাগারে প্রেরণ করেছে আদালত। আজ (বৃহস্পতিবার) দুপুরে আদালত কারাগারে প্রেরণের আদেশ প্রদান করে।

এর আগে গতকাল বুধবার রাতে নিজ বাড়ি থেকে পুলিশ নজরুল ইসলামকে গ্রেফতার করে। তিনি চন্ডিপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক।

পুলিশ জানায়, রবিবার স্কুল ছুটির ওই ছাত্রীকে ডেকে নেন প্রধান শিক্ষক। এ সময় স্কুলের কম্পিউটার রুমে নিয়ে ছাত্রীকে কু-প্রস্তাব দেন ও জোরপূর্বক শ্লীলতাহানি করে। এক পর্যায়ে ছাত্রী চিৎকার দিতে চাইলে প্রধান শিক্ষক ঐ কক্ষ ত্যাগ করেন। পরে নির্যাতিতা ছাত্রীর বাবা স্কুল ব্যবস্থাপনা কমিটির সভাপতির কাছে মৌখিক অভিযোগ করলে বিচার করার আশ্বাস দেন। কোন সমাধান না পেয়ে বুধবার থানায় মামলা করেন ছাত্রীর বাবা। ভুক্তভোগী ছাত্রী রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে চিকিৎসাধীন।

বার্তা বাজার/এস.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর