এক মাসের মধ্যেই বাজারে আসছে করোনার ভ্যাকসিন

আগামী এক মাসের মধ্যেই করোনার ভ্যাকসিন বাজারে আসছে বলে জানিয়েছেন মার্কিন মুল্লুকের অক্সফোর্ড ইউনিভার্সিটির এক শিক্ষক। যদিও করোনার ভ্যাকসিন আসতে দেড় বছর লাগতে পারে বলে জানিয়েছিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

ভ্যাকসিন গবেষণা প্রতিষ্ঠান জেনার ইনস্টিটিউটের প্রফেসর গিলবার্ট বলেছেন, করোনাভাইরাস থেকে সৃষ্ট রোগ কোভিড-১৯ প্রতিরোধে তারা দ্রুত কাজ করছেন। খুব তাড়াতাড়ি ইতালির একটি ফ্যাক্টরীতে সেটা তৈরী করে পরীক্ষামূলকভাবে এক হাজার ডোজ দেয়া হবে।

২০১২ সালে ছড়িয়ে পড়া মার্স ভাইরাস প্রতিরোধে প্রফেসর গিলবার্টের সাথে কাজ করা এই দলটিই গবেষণা করেছিল। নভেল করোনা ভাইরাস একই গোত্রের হওয়ায় আগের অভিজ্ঞতা কাজে লাগিয়ে তারা এগিয়ে যাচ্ছে।

ইতালিয়ান ফার্মাসিউটিক্যাল কোম্পানী এডভেন্ট এসআরএল করোনাভাইরাসের কার্যকরী ভ্যাকসিন তৈরীতে রাজি সম্মত হয়ে চুক্তিবদ্ধ হয়েছে বলে জানা গেছে। কাজেই এক মাসের মধ্যেই বাজারে পাওয়া যাবে মরনঘাতী করোনার ভ্যাকসিন।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর