পাবিপ্রবিতে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত

বাংলাদেশে বিজ্ঞান শিক্ষার প্রসার এবং এর জনপ্রিয়তা বৃদ্ধির লক্ষ্যে রুশ রাষ্ট্রীয় পারমাণবিক শক্তি কর্পোরেশন রসাটমের উদ্যোগে রাজশাহী বিভাগে অবস্থিত বিশ্ববিদ্যালয় গুলোর শিক্ষার্থীদের জন্য অনুষ্ঠিত হচ্ছে ‘প্রেসাইজ এনার্জি’ শীর্ষক বিজ্ঞান অলিম্পিয়াড। যেহেতু রাজশাহী বিভাগের রূপপুরে দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মিত হচ্ছে, সেহেতু অত্র অঞ্চলটিকে প্রথম বারের মতো আয়োজিত এই জাতীয় অলিম্পিয়াডের জন্য বেছে নিয়েছে রসাটম।

দু’টি ধাপে অনুষ্ঠিতব্য এই অলিম্পিয়াডের প্রাথমিক ধাপ আগামী ২০-২৪ ফেব্রুয়ারি, ২০২০ পর্যায়ক্রমে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া ইসলামিক বিশ্ববিদ্যালয়, রাজশাহী প্রকৌশল বিশ্ববিদ্যালয় এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হবে। এরই অংশ হিসেবে আজকে পাবনাতে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এই অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়। পাবনা প্রাথমিক ধাপে গনিত, পদার্থবিদ্যা ও রসায়ন শাস্ত্রের মৌলিক বিষয়ের উপর অংশগ্রহনকারীদের জ্ঞানের পরিধি যাচাই-বাছাই করে পরবর্তী ধাপের জন্য ১৬০জনকে নির্বাচিত করা হবে।

নির্বাচিতরা তাদের পছন্দ অনুসারে গনিত, পদার্থবিদ্যা ও রসায়ন শাস্ত্রের মধ্যে যে কোন একটি বিষয়ে পাবনাতে ৩ঘন্টাব্যাপী লিখিত পরীক্ষায় অংশ নেন ৮৫ জন শিক্ষার্থী। এ উপলক্ষে এক বর্নাঢ্য র‌্যালী বের হয়ে ক্যাম্পাস প্রদক্ষিন করে। অনুষ্ঠানে ড. প্রীতম কুমার দাস, ড. খায়রুল আলম, ড. আসাদুজ্জামান ,অধ্যাপক রতন কুমার পাল, অধ্যাপক হুমায়ন কবিরসহ সূধীজন অংশ নেন। বিশ্ববিদ্যালয়ের ড. এম এ ওয়াজেদ মিয়া সায়েন্স গ্যালারীতে এটি অনুষ্ঠিত হয়। বিকালে পুরস্কার বিতরনের মধ্য দিয়ে এখানকার কর্মসূচি শেষ হবে বলে জানা গেছে।

আয়োজকেরা জানান,অলিম্পয়াডের দ্বিতীয় ধাপটি ২৬, ২৭ ও ২৮ ফেব্রুয়ারি, ২০২০ রূপপুর পারমাণবিক প্রকল্পের নিকটবর্তী ঈশ্বরদী শহরে অনুষ্ঠিত হবে। ২৮ ফেব্রুয়ারি বিকেলে অংশগ্রহনকারীদের উপস্থিতিতে একটি সমাপনি অনুষ্ঠানের আয়োজন করা হবে। রসাটমের পক্ষ থেকে মার্চে ঢাকায় আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে প্রতিটি বিষয়ে বিজয়ীদের বিভিন্ন আকর্ষনীয় পুরষ্কার প্রদান করা হবে যার মধ্যে রয়েছে রাশিয়ায় সপ্তাহব্যাপী শিক্ষা সফর। রাশিয়ার আর্থিক ও কারিগরি সহায়তায় পাবনা জেলার রূপপুর গ্রামে নির্মীত হচ্ছে বাংলাদেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র। বিদ্যুৎকেন্দ্রটিতে প্রতিটি ১২০০ মেগা-ওয়াট ক্ষমতা সম্পন্ন দু’টি ইউনিট থাকবে। বিদ্যুৎ ইউনিট নির্মানে ব্যবহৃত হচ্ছে সর্বাধুনিক ৩+ প্রজন্মেও রুশ ভিভিইআর-১২০০ রিয়্যাক্টর।

বার্তা বাজার / ডব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর