পাবনায় ‍পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে মাদক কারবারি নিহত (ভিডিওসহ)

পাবনায় পুলিশের সাথে বন্দুকযুদ্ধে হাব্বান মন্ডল(৫০)নামে এক মাদক কারবারি নিহত হয়েছেন। এ ঘটনায় হয়েছেন ৪ পুলিশ সদস্য। বুধবার দিনগত রাত ২ টার সময় সদর উপজেলার হেমায়েতপুর ইউনিয়নের চর শিবরামপুর স্লুইচগেট এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত হাব্বান সদর উপজেলার দক্ষিণ রামচন্দ্রপুর মন্ডলপাড়া গ্রামের মৃত হায়দার আলীর ছেলে। হাব্বান সশস্ত্র সস্ত্রাসী এবং মাদক ব্যবসায়ী বলে পুলিশ জানিয়েছে। তার বিরুদ্ধে অস্ত্র, বিস্ফোরক, মাদকদ্রব্য ও খুন জখমসহ ১২টি মামলা রয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, সদর উপজেলার হেমায়েতপুর ইউনিয়নের চর শিবরামপুর স্লুইচগেট সংলগ্ন জনৈক বাবুলের কালাবাগানের মধ্যে একদল সশস্ত্র সন্ত্রাসী অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে পাবনা সদর থানার এসআই মোঃ মোহায়মেনুল ইসলাম এর নেতৃত্বে বুধবার দিনগত রাত ২টার দিকে পুলিশের বিশেষ দল সেখানে অভিযান চালায়।

পুলিশের উপস্থিতি টের পেয়ে কলাবাগানের মধ্যে হতে সশস্ত্র সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছুঁড়তে থাকে। এসয় পুলিশ সদস্যরাও শর্টগান দিয়ে পাল্টা গুলি করতে থাকে। উভয় পক্ষের মধ্যে ১৫-২০ মিনিট ধরে গোলাগুলি চলতে থাকে। খবর পেয়ে পাবনা সদর থানার ওসি নাসিম আহম্মদসহ টহলরত পুলিশ ঘটনাস্থলে পৌঁছান। এসময় অবস্থা বেগতিক দেখে সশস্ত্র সন্ত্রাসীরা গুলি করতে করতে পালিয়ে যায়।

গোলাগুলি শেষ হওয়ার পর কলাবাগানের মধ্যে তল্লাশীকালে গুলিবিদ্ধ হয়ে গুরুতর জখম অবস্থায় হাব্বান মন্ডলকে উদ্ধার করা হয়। এসময় ৪ পুলিশ সদস্যও আহত হন।

গুরুতর আহত সন্ত্রাসী হাব্বানসহ আহত পুলিশ সদস্যদেরকে চিকিৎসার জন্য পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার ভোর সাড়ে ৪টার দিকে কর্তব্যরত চিকিৎসক হাব্বানকে মৃত ঘোষণা করেন। পুলিশ ঘটনাস্থল থেকে ১টি রিভলবার, ৫ রাউন্ড রিভলবারের তাজাগুলি, পিস্তলের ২টি গুলির খোসা উদ্ধার করে।

পাবনার পুলিশ সুপার শেখ রফিকুল ইসলাম জানান বন্দুকযুদ্ধে একজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

পাবনায় পুলিশের সাথে বন্দুকযুদ্ধে হাব্বান মন্ডল(৫০)নামে একজন নিহত

পাবনায় পুলিশের সাথে বন্দুকযুদ্ধে হাব্বান মন্ডল নামে একজন নিহত

Gepostet von Barta Bazar am Mittwoch, 19. Februar 2020

বার্তা বাজার / ডব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর