সিরাজগঞ্জে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় প্রকৌশলী আটক

সিরাজগঞ্জে ৫ সাংবাদিকের ওপর ঠিকাদার প্রতিষ্ঠানের সন্ত্রাসী বাহিনীর হামলার ঘটনায় ১ জনকে আটক করেছে পুলিশ। বুধবার (১৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় তাকে আটক করা হয়। আটককৃত ব্যক্তি হলো ডলি কনস্ট্রাকশনের প্রকৌশলী আমিনুল ইসলাম।

সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান আটকের বিষয়টি নিশ্চিত করেন।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে বাংলানিউজ ২৪ ডট কমের সিরাজগঞ্জ প্রতিনিধি স্বপন চন্দ্র দাস বাদী হয়ে প্রকৌশলী আমিনুল ইসলামকে প্রধান আসামি করে ৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ২০/২৫ জনের বিরুদ্ধে সিরাজগঞ্জ সদর থানায় মামলা দায়ের করেন।

উল্লেখ্য যে, বুধবার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে সিরাজগঞ্জ সদর উপজেলার খামার পাইকোশা এলাকায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর’র (এলজিইডি) আওতাধীন একটি পাকা রাস্তা নির্মাণ কাজে অনিয়মের অভিযোগ পেয়ে এনটিভির সিরাজগঞ্জ প্রতিনিধি শরীফুল ইসলাম ইন্না, এসএ টিভির সিরাজগঞ্জ প্রতিনিধি রহমত আলী, বাংলানিউজের ২৪ ডট কমের জেলা প্রতিনিধি স্বপন চন্দ্র দাস, ডেইলী ইন্ডিপেন্ডেন্ট পত্রিকার জেলা প্রতিনিধি নজরুল ইসলাম ও দৈনিক যায়যায়দিন পত্রিকার জেলা প্রতিনিধি এইচ এম মোকাদ্দেস ঘটনাস্থলে পৌছে ছবি ও ভিডিও ধারণ করার সময় ডলি কনস্ট্রাকশনের প্রকৌশলী আমিনুল ইসলাম, স্থানীয় ইউপি সদস্য হাফিজুল ইসলাম ও ইউপি সদস্যের ভাই, ছেলেসহ সন্ত্রাসী বাহিনী অতর্কিত হামলা চালায়।

পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছলে হামলাকারীরা পালিয়ে যায়। এ ঘটনায় আহত সাংবাদিকরা সিরাজগঞ্জ ২৫০ বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি রয়েছে।

বার্তা বাজার / ডব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর