গোপালগঞ্জে শুরু হলো তিনদিন ব্যাপী অমর একুশে গ্রন্থ মেলা

বুধবার বিকেল থেকে গোপালগঞ্জ পৌর পার্ক প্রাঙ্গণ সরব হয়ে উঠলো বইপ্রেমীদের প্রাণবন্ত উপস্থিতিতে। সেই প্রাণস্পন্দন ছড়িয়ে পড়বে অতীতের যেকোনো বারের তুলনায় দীর্ঘ পরিসরে সাজানো মেলার সম্প্রসারিত স্থান গোপালগঞ্জ পৌর পার্ক।বুধবার বেলা ৪টায় শুরু হয় উদ্বোধনী অনুষ্ঠান।

ভাষাশহীদদের স্মরণে আয়োজিত অমর একুশে গ্রন্থমেলার উদ্বোধন করেন গোপালগঞ্জের জেলা প্রশাসক শাহিদা সুললতানা। মহান ভাষা আন্দোলনের বীর শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে গোপালগঞ্জ জেলা প্রশাসন এই আয়োজন করেন।

১৯ থেকে ২১ ফেব্রুয়ারি পর্যন্ত সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত খোলা থাকবে মেলা। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জের পুলিশ সুপার সাইদুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) আব্দুল্লাহ আল বাকী, এনডিসি মাহবুবুল আলম, পৌর মেয়র কাজী লিয়াকাত আলী সহ জেল প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা।

উদ্বোধন শেষে অতিথীগন বিভিন্ন স্টল ঘুড়ে দেখেন। অমর একুশের গ্রন্থমেলায় এবার কঠোর নিরাপত্তাব্যবস্থা নেওয়া হচ্ছে। মেলায় রয়েছে জেলা প্রশাসনের স্টল, জেলা তথ্য অফিস, জেলা মাধ্যমিক শিক্ষা,জেলা প্রাথমিক শিক্ষা, আসপ, বাধন, গোপালগঞ্জ ব্লাড ব্যাংক, প্রজ্জালিত গোপালগঞ্জ, বিডি ক্লিন সহ ৩৩টি স্টল।

বার্তাবাজার/কেএ

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর