টাঙ্গাইলে লৌহজং নদী অবৈধ দখল মুক্ত করণ বিষয়ে প্রেস ব্রিফিং ও র‌্যালি

বুধবার সকালে জেলা প্রশাসক কার্যালয়ের অবৈধ দখল মুক্ত করণ ও নদী উদ্ধারের বিষয়ে প্রেস ব্রিফিং করেছেন জেলা প্রশাসক মো.শহীদুল ইসলাম। আগামী ২৩ ফেব্রুয়ারি থেকে আনুষ্ঠানিকভাবে টাঙ্গাইল শহরের পাশ দিয়ে প্রবাহিত লৌহজং নদীর অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু করা হবে।

উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোছা.মোস্তারী কাদেরী,স্থানীয় সরকারের উপপরিচালক শরীফ নজরুল ইসলাম, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান আনছারী,প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ,তথ্য কর্মকর্তা কাজী গোলাম আহাদ,শহর আওয়ামী লীগের সভাপতি সিরাজুল হক আলমগীর প্রমুখ।

এরপর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে লৌহজং নদীর উপর নির্মিত বেড়াডোমা ব্রীজে গিয়ে শেষ হয়। র‌্যালিতে জেলা প্রশাসনের কর্মকর্তা ছাড়াও রাজনীতিক, সামাজিকসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও নানা শ্রেণী পেশার মানুষ অংশ গ্রহণ নেন।

বার্তাবাজার/কেএ

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর