আগুনে পুড়লো ইসলামী বিশ্ববিদ্যালয়ের বাগান

বহিরাগতদের দেয়া আগুনে পুড়ে গেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের কাঠ বাগান। বুধবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল সংলগ্ন বাগানে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে বেশ কিছু ছোট-বড় গাছ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীরা জানায়, দুপুরে কয়েকজন বহিরাগত ক্যাম্পাসের বঙ্গবন্ধু হলের পাশের মেহগনি বাগান ও কেন্দ্রীয় ক্রিকেট মাঠের পাশের পেয়ারাতলায় আগুন ধরিয়ে দেয়। এতে ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে পুরো এলাকা।

কিছুক্ষণের মধ্যে চারপাশে আগুন ছড়িয়ে পড়ে। ফলে শিক্ষার্থীদের মাঝে আতঙ্ক সৃষ্টি হয়। এ সময় কয়েকজন শিক্ষার্থী বহিরাগতদের বাধা দিলে তারা তাদের মারতে তেড়ে আসে।

এক পর্যায়ে সেখানে অন্যান্য শিক্ষার্থীরা জড়ো হতে থাকলে বহিরাগতরা দেয়াল টপকিয়ে পালিয়ে যায়। পরে প্রক্টরিয়াল বডি ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরবর্তীতে ফায়ার সার্ভিসের দুটি গাড়ি আসলেও তার আগেই আগুন নিয়ন্ত্রণে চলে আসে।

এ ঘটনার সাথে জড়িতরা সবাই ক্যাম্পাসের পাশের এলাকার বলে বলে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা বিভাগ।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. পরেশ চন্দ্র বর্মণ জানান, সকলের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে চলে আসে। খুব একটা ক্ষয়ক্ষতি হয়নি।

বার্তাবাজার/কেএ

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর