শিক্ষকের পিটুনিতে মাদ্রাসাছাত্র হাসপাতালের শয্যায়

গাজীপুরের শ্রীপুরে শাহাদাত হোসেন নামের ১১ বছরের এক মাদ্রাসা ছাত্রকে পিটিয়ে গুরুতর আহত করার অভি্যগ পাওয়া গিয়েছে।

রোবববার সকালে শ্রীপুর উপজেলার শিমুলতলা গ্রামের নুরানি হুসাইনিয়া হাফেজিয়া মাদ্রাসায় এই ঘটনা ঘটেছে বলা জানা গিয়েছে।

ময়মনসিংহের পাগলা থানার গোয়ালবর গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে মাদ্রাসাছাত্র শাহাদাতকে আহতাবস্থায় শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

শাহাদাতের মা সাহেরা খাতুনের ভাষ্যমতে, মাদ্রাসার বোর্ডিং-এ থেকে উনার ছেলে পড়াশোনা করছে। বিনাকারনে একই মাদ্রাসার শিক্ষক উনার ছেলেকে পিঠিয়ে জখম করেছে। অধিক মারপিটের কারনে শরীরের বিভিন্ন যায়গায় জখম হয়ে যায়। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

শিক্ষক জহিরুল ইসলাম বলেন, রোববার ফজরের নামাযের পর শাহাদাত মাদ্রাসা থেকে পালিয়ে যায়। হারিয়ে যাওয়ার ভয়ে তটস্থ ছিল। যখন ওকে পাওয়া যায় তখন তাকে শিক্ষক হিসাবে কয়েকটা পিতুনি দিয়ে শাসন করেছি। এটা আমার ঠিক হয়নি।

আহত শাহাদাত জানায়, অসুস্থতার কারনে আমি পড়া দিতে পারিনি তাই হুজুর আমাকে বেত দিয়ে ইচ্ছে মত মেরেছে।

শ্রীপুর মডেল থানার ওসি লিয়াকত আলী জানান, লিখিত অভিযোগ পেলে আমরা আনিনানুগ ব্যবস্থা নিব।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর