টেকনাফ রোহিঙ্গা শিবিরে সংঘর্ষে নারী নিহত

কক্সবাজারের টেকনাফে লেদা রোহিঙ্গা শিবিরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিবেশীদের মারপিটে নুর নাহার (৪০) নামে এক নারীর মৃত্যু ঘটেছে।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারী) সকালে হ্লেদা ২৪নং রোহিঙ্গা শিবিরের বি ব্লকে এ ঘটনা ঘটে। নিহত নুর নাহার নূর আলমের স্ত্রী।

প্রত্যক্ষদর্শীদের মতে, সকালে শিশুদের মলমূত্র ত্যাগের ঘটনাকে কেন্দ্র করে প্রতিবেশী ফেরদৌসি (২৫), মর্জিনা (৩৩) এর সাথে নুর নাহারের বাকবিতন্ডা শুরু হয়। একপযার্য়ে তারা নুর নাহারকে মারধর করলে এতে সে অসুস্থ হয়ে পড়ে। এসময় শিবিরের অভ্যান্তরে আইওএম পরিচালিত হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

টেকনাফ থানার পরিদর্শক (তদন্ত) এবিএমএস দোহা জানান, পুলিশ নিহত নারীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরন করেছে। এব্যাপারে প্রয়োজনীয় আইনী ব্যবস্থা গ্রহন করা হবে।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর