বাংলাদেশের স্পিন আক্রমনে ভয় চাকাবার

বাংলাদেশের স্পিন আক্রমনে ভয় চাকাবার

২০১৮ সালে শেষবার বাংলাদেশ সফরে এসেছিল জিম্বাবুয়ে। ১-১ এ সিরিজ ড্র করে সেইবার দেশে ফিরেছিল জিম্বাবুয়ে। সামনের ২২ ফেব্রুয়ারি মিরপুরের হোম অব ক্রিকেটে স্বাগতিকিদের বিপক্ষে ভাল কিছু করতে আশাবাদী জিম্বাবুয়ে দল। মিরপুরে জাতীয় ক্রিকেট একাডেমির মাঠে অনুশীলন করছে জিম্বাবুয়ে দল। বাংলাদেশ দলে সাকিব আল হাসান না থাকলেও অন্যসব স্পিনার নিয়ে চিন্তায় আছে জিম্বাবুয়ে।

স্পিনার প্রসঙ্গে জিম্বাবুয়ের ক্যাপ্টেন চাকাবা বলেন, বাংলাদেশ দলে বর্তমানে সাকিব আল হাসান না থাকলেও স্পিনারদের নিয়েই আমাদের বেশী ভয়। সর্বশেষ আমরা বাংলাদেশের বিপক্ষে খেলার পর থেকে এখন অবধি অনেক নতুন খেলোয়ার উঠে এসেছে। তাই বাংলাদেশের শক্তি এক্টুও কমেনি।

চাকাবা আরও বলেন, গত সিরিজে আমরা সিলেটে একটি ম্যাচ জিতেছিলাম। সেই ম্যাচের দিকে তাকিয়ে আমরা আমাদের পারফর্মেন্সের পুনারাবৃত্তি করতে চাই।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর