বাকৃবিতে বিজ্ঞান চর্চা কেন্দ্রের ‘বিজ্ঞান নাটক ও কমিটি পরিচিতি’ অনুষ্ঠিত

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) বিজ্ঞান সংগঠন বিজ্ঞান চর্চা কেন্দ্রের ‘বিজ্ঞান নাটক ও কমিটি পরিচিতি’ অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেল ৫টায় বিশ্ববিদ্যালয়ের মুক্তমে অনুষ্ঠানটির আয়োজন করে সংগঠনটি।

অনুষ্ঠানে গত ৭ই ফেব্রুয়ারি আয়োজিত বিজ্ঞান প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। এরপর সংগঠনটির নবনির্বাচিত কমিটির ঘোষণা করা হয়। নবনির্বাচিত কমিটির সদস্যবৃন্দ বিজ্ঞান ম কে সামনে রেখে শপথ গ্রহণ করেন। অনুষ্ঠানের শেষ দিকে বিজ্ঞান নাটক ‘সংষ্কার ও কুসংষ্কার’ ম স্থ হয়।

সংগঠনটির সভাপতি সৌরভ সিংহের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক পৃথ্বীরাজ দাশের স ালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজ্ঞান চর্চা কেন্দ্রের উপদেষ্টা পশু প্রজনন ও কৌলিতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. এম.এ.এম. ইয়াহিয়া খন্দকার, কৃষি শক্তি ও যন্ত্র বিভাগের অধ্যাপক ড. চয়ন কুমার সাহা, গ্রামীণ সমাজ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক কাজী শেখ ফরিদ এবং কৃষিবিদ জোনায়েদ হাসান।

বার্তাবাজার/কেএ

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর