আবিষ্কার হলো করোনা ভাইরাসের প্রতিষেধক

মার্কিন গবেষকরা করোনা ভাইরাসের ওষুধ আবিষ্কারে সমর্থ হয়েছে। তাদের আবিষ্কৃত ওষুধ ব্যবহার করে করোনা ভাইরাসে আক্রান্ত রোগী সুস্থ হয়েছে এবং মার্কিন ওষুধ প্রশাসন প্রথমিকভাবে তাদেরকে সেটা ব্যবহার করার অনুমতিও দিয়েছে।

অপরদিকে চীন দাবি করছে তারাও একটি এন্টিভাইরাল আবিষ্কার করেছে যেটায় করোনা ভাইরাসের প্রতিকার হয়। চীনের প্রশাসন সেটিকে বাজারজাত করণের অনুমোদনও দিয়ে দিয়েছে।

মার্কিনিরা ‘রেমডেসিভির’ নামের একটি এন্টিভাইরাল ব্যবহার করার অনুমোদন পান। তারই প্রেক্ষিতে পরিক্ষামূলকভাবে এটার ব্যবহার শুরু করেন তারা। ওষূধটি তৈরী করছে ক্যালিফোর্নিয়ার কোম্পানী গিলিড ফার্মাসিউটিক্যালস।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর