ঢাকায় এসে পৌঁছেছে পরীক্ষামূলক মেট্রোরেল কোচ

মেট্রোরেলের একটি নমুনা ঢাকায় এসে পৌঁছেছে । এটা দিয়েই দিয়েই মূলত মেট্রোরেলে পরীক্ষামূলক চলাচল শুরু হবে। তবে এটি শুধু পরীক্ষা মূলকভাবেই চলবে। মূল বহরে এটা যুক্ত হবে না।

আজ সোমবার (১৭ই ফেব্রুয়ারি) রেপ্লিকাটি ঢাকা মেট্রোরেলের দিয়াবাড়ি স্টোরে এসে পৌছেছে।

আগামী মাস থেকেই রেপ্লিকা কোচটি প্রদর্শনের জন্য উন্মুক্ত করে দেয়া হবে। যাত্রীবাহী কোচগুলো আগামী জুন মাসে দেশে এসে পৌছাবে বলে ঢাকা ম্যাস র‍্যাপিড ট্রানজিটের এমডি. এম সিদ্দিক জানান।

গত (১২ ফেব্রুয়ারি) সংসদে ওবায়দুল কাদের বলেন, চলতি বছরের ৩১ জানুয়ারি পর্যন্ত মেট্রোরেলের সার্বিক গড় অগ্রগতি ৪০ দশমিক ৩৬ শতাংশ। প্রথম পর্যায়ে নির্মাণের জন্য নির্ধারিত আগারগাঁও থেকে উত্তরা তৃতীয় পর্ব অংশের পূর্ত কাজের অগ্রগতি ৬৭ দশমিক ৯৭ শতাংশ। দ্বিতীয় পর্যায়ে নির্মাণের জন্য নির্ধারিত মতিঝিল থেকে আগারগাঁও অংশের পূর্ত কাজের অগ্রগতি ৩৫ দশমিক ৯৯ শতাংশ।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর