পঞ্চম শ্রেণি পাশ না করেই জেএসসি পরীক্ষার জন্য রেজিস্ট্রেশন !

৫ম শ্রেণির প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় (পিইসি) পাশ না করেই জেএসসি পরীক্ষা দেয়ার জন্য এক পরীক্ষার্থী রেজিস্ট্রেশন করেছে বলে অভিযোগ উঠেছে। অভিযুক্ত এই শিক্ষার্থীর নাম অভিজিৎ মিত্র। সে রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার ধর্মতলা আদর্শ মাধ্যমিক বিদ্যালয় থেকে জেএসসি পরীক্ষার জন্য রেজিস্ট্রেশন করেছে বলে জানা যায়। ২০১৬ সালে প্রাথমিক সমাপনী পরীক্ষায় অংশগ্রহণ করে অকৃতকার্য হলেও ২০১৭ সালে ৬ষ্ঠ শ্রেণিতে ভর্তি হয় সে। অভিযুক্ত শিক্ষার্থী অভিজিৎ ওই এলাকার অনিমেষ মিত্রের ছেলে।

জানা যায়, প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা (পিইসি) পাশ না করেই চলতি বছর জেএসসি পরীক্ষায় অংশগ্রহণের জন্য এক শিক্ষার্থী রেজিস্ট্রেশন করে বলে সম্প্রতি অভিযোগ উঠে। অভিযুক্ত শিক্ষার্থী অভিজিৎ মিত্র ২০১৬ সালে উপজেলার পারুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় অংশগ্রহণ করে। সেই পরীক্ষায় অভিজিৎ ২টি বিষয়ে অকৃতকার্য হয়। কিন্তু এরপরও সে পরের বছর ২০১৭ সালে উপজেলার জঙ্গল ইউনিয়নের ধর্মতলা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে ৬ষ্ঠ শ্রেণীতে ভর্তি হয়।

ওই স্কুলে নামকাওয়াস্তে ৬ষ্ঠ ও ৭ম শ্রেণিতে পড়ার পর ২০১৯ সালের নির্ধারিত ৮ম শ্রেণির জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় অংশগ্রহণের জন্য ধর্মতলা আদর্শ মাধ্যমিক বিদ্যালয় থেকে রেজিস্ট্রেশন ফরম পূরণ করেছে। অভিযুক্ত স্কুলে অভিজিৎ মিত্রের শ্রেণি রোল-৬৫।

এ বিষয়ে ধর্মতলা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তির দায়িত্বপ্রাপ্ত শিক্ষক অনিল কুমার জানান, ৬ষ্ঠ শ্রেণিতে ভর্তির সময় সকল ছাত্রই রেজাল্ট শিট বা সার্টিফিকেটের ফটোকপি দিয়ে ভর্তি হয়। অভিযুক্ত অভিজিৎ আমার কাছে একটি ফটোকপি দিয়েছিল। আমি সেটা দেখেই তাকে ভর্তি করেছি। এটা জাল (নকল) কিনা আমি জানি না।

এ ব্যাপারে ধর্মতলা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কুমারেশ বাছাড় জানান, আসলে ভর্তির বিষয়টি দেখতে স্কুলের একজন শিক্ষককে দায়িত্ব দেয়া হয়। ওই শিক্ষক অনিল কুমার এ ব্যাপারে দেখাশোনা করে।

তিনি আরো জানান, অভিযুক্ত ছাত্র সমাপনী পরীক্ষা পাশের সার্টিফিকেটের ফটোকপি দিয়ে ভর্তি হয়েছিল। তবে অনলাইনে দেখা যায় ওই ছাত্র পরীক্ষায় ২টি বিষয়ে অকৃতকার্য। এ বিষয়ে খোজখবর নিয়ে ব্যবস্থা গ্রহণ করা হবে।

সূত্র: নয়া দিগন্ত

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর