সিদ্ধিরগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের ৮ জন দগ্ধ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে গ্যাসের চুলা থেকে বিস্ফোরণে একই পরিবারের ৮ জন দগ্ধ হয়েছেন। দগ্ধ ৮ জনকে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। (১৭ ফেব্রুয়ারি) ফজরের আজানের পর এ দুর্ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন- নুরজাহান (৬০), মো. কিরণ মিয়া (৪৫), মো. আবুল হোসেন (২৫), মো. হিরন মিয়া (২৫), মো. কাওছার (১৬), মুক্তা (২০), লিমা (৩), আপন (১০)। তারা ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন আছেন।

স্বজনরা জানান, ভোরে চুলা জ্বালানোর সঙ্গে সঙ্গে চার রুমে আগুন ছড়িয়ে পড়ে। মুহূর্তের আগুনে দগ্ধ হন তারা। খবর পেয়ে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে। পরে আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেলে পাঠানো হয়। তাদের মধ্যে ৪ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানানো হয়েছে।

ওই পরিবারের স্বজন ইলিয়াস জানান, ঘুম থেকে উঠে সিগারেটের ধরানোর জন্য আগুন ধরালে পুরো ঘরে আগুন ধরে যায়। ধারণা করা হচ্ছে, গ্যাস লাইন লিকেজ থেকে আগুন লেগে থাকতে পারে।

ঢামেকে হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, দগ্ধদের মধ্যে কয়েকজনের অবস্থায় আশঙ্কাজনক।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর