জিম্বাবুয়ের বিপক্ষে মাহমুদউল্লাহ’র না থাকার কারণ জানালেন নান্নু

জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেষ্ট ম্যাচের ১৬ সদস্যের দল ঘোষনা করেছে বিসিবি। বিসিবির ঘোষিত দলে নেই জাতীয় দলের সিনিয়র ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদ।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাচক মিনহাজুল ইসলাম নান্নু মাহমুদ উল্লাহ’র না থাকার বিষয়ে জানিয়েছেন, মাহমুদউল্লাহকে বাদ দেয়া হয়নি, বিশ্রামের জন্যই তাকে স্কোয়াডে রাখা হয়নি।

সর্বশেষ ১০টি ইনিংসে মাহমুদউল্লাহ মাত্র একটি হাফ সেঞ্চুরি করেছেন। পাকিস্তানের বিপক্ষে প্রথম টেষ্টে তিনি যেভাবে আউট হয়েছেন তা হয়তো বিসিবির নির্বাচকদের ব্যাথিত করতে পারে। তাই হয়তো তাকে স্কোয়াডের বাইরে রাখা হয়েছে-এমন ধারণা থাকতে পারে ক্রিকেট প্রেমীদের।

তবে রবিবার টেষ্ট স্কোয়াড ঘোষনার সময় বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল ইসলাম নান্নু বলেন, নিজেদের মাটিতে খেলার সময় নতুন কিছু খেলোড়কে সুযোগ দেয়ার সিদ্ধান্ত নিয়েছি। তাই এই টেষ্টে মাহমুদ উল্লাহকে বিশ্রামে রাখা হয়েছে। তবে মাহমুদউল্লাহ চলমান বাংলাদেশ ক্রিকেট লীগেও খেলবেন বলে জানান প্রধান নির্বাচক।

বার্তা বাজার / ডব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর