যশোরে পুলিশের অভিযানে ২০৮ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার

যশোর বেনাপোল দৌলতপুর গ্রামের মাঠ থেকে ২০৮ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করেছে বেনাপোল পোর্ট থানা পুলিশ।শনিবার(১৫ই ফেব্রুয়ারি) ভোর রাতে বেনাপোল পোর্ট সেকেন্ড অফিসার এসআই পিন্টু লাল দাস,এএসআই আলমগীর হোসেন গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল পোর্ট থানাধীন দৌলতপুর গ্রামের মাঠে অভিযান চালালে মাদক বহনকারীরা পুলিশের উপস্থিত টের পেয়ে প্লাস্টিকের জালি বস্তা ফেলে মাদক পাচারকারীরা পালিয়ে যায়।

তখন পরিত্যক্ত অবস্থায় প্লাস্টিকের জালি বস্তা থেকে ২০৮ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করে।বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)মামুন খান “বার্তা বাজার”কে জানান,গোপন সংবাদের ভিত্তিতে দৌলতপুর গ্রামে অভিযান চালিয়ে প্লাস্টিকের জালি বস্তার মধ্য থেকে মোট ২০৮ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।পলাতক আসামিদের আটক করার জন্য অভিযান চলছে।

বার্তাবাজার/কেএ

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর