ঝিনাইদহে মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে কাবাডি প্রতিযোগিতা অনুষ্ঠিত

ঝিনাইদহে শেষ হয়েছে মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস কাবাডি প্রতিযোগিতা। বৃহস্পতিবার বিকেলে শহরের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান স্টেডিয়ামে এ প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। চুড়ান্ত দিনে সদর থানা ও কোটচাঁদপুর থানা কাবাডি দল প্রতিযোগিতা করে। ৩০ মিনিটের এ খেলায় কোটচাঁদপুর থানা দলকে ৪৯-৪৪ পয়েন্টে হারিয়ে শিরোপা জেতে সদর থানা কাবাডি দল।

খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন পুলিশ সুপার মোঃ হাসানুজ্জাম। এসময় ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার মিলু মিয়া বিশ্বাস, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) কনক কুমার দাস, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জীবন কুমার বিশ্বাস, কোষাধ্যক্ষ তোফাজ্জেল হোসেন, ঝিনাইদহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহমুদ হাসান টিপু, ঝিনাইদহ সদর থানার ওসি মিজানুর রহমান খান, কোটচাঁদপুর থানার ওসি কাজী কামাল হোসেন, যুবলীগ নেতা বাছের আলম সিদ্দিকীসহ জেলা ক্রীড়া সংস্থার নেতৃবৃন্দ ও খেলোয়াড়রা উপস্থিত ছিলেন। খেলা পরিচালনা করেন গত ১৪ এপ্রিল সকালে এ প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। এতে জেলার ৬ টি থানা কাবাডিলদল অংশ নেয়।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর