২৭ ফেব্রুয়ারি শপথ নেবেন ঢাকার দুই নতুন মেয়র

ঢাকা সিটি করপোরেশনের উত্তর ও দক্ষিণের নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের আগামী ২৭ ফেব্রুয়ারি শপথগ্রহন অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে শপথগ্রহণ অনুষ্ঠিত হবে। স্থানীয় সরকারমন্ত্রী মো. তাজুল ইসলামের উদ্ধৃতি দিয়ে সিনিয়র তথ্য কর্মকর্তা মাহমুদুল হাসান বৃহস্পতিবার এ তথ্য জানান।

মাহমুদুল হাসান বলেন, প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে ২৭ ফেব্রুয়ারি সকাল ১০টায় শপথগ্রহণ অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুই সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম ও শেখ ফজলে নূর তাপসকে শপথবাক্য পাঠ করাবেন। কাউন্সিলরদের শপথ পড়াবেন স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলাম।

স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন-২০০৯ অনুযায়ী, সিটি করপোরেশন নির্বাচনের পর মেয়র বা কাউন্সিলরদের নাম সরকারি গেজেটে প্রকাশের ৩০ দিনের মধ্যে শপথগ্রহণের বাধ্যবাধকতা আছে।

স্থানীয় সরকার বিভাগের কর্মকর্তারা জানান, গেজেট প্রকাশের পর স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলাম প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে মেয়রদের শপথ পড়ানোর সময় চান। প্রধানমন্ত্রী আগামী ২৭ ফেব্রুয়ারি শপথ পড়ানোর সময় দেন।

গত ১ ফেব্রুয়ারি ঢাকার দুই সিটি করপোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হয়। এর তিন দিন পর অর্থাৎ ৪ ফেব্রুয়ারি বিজয়ী মেয়র ও কাউন্সিলদের নাম, ঠিকানা ও পদসহ গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন (ইসি)। সূত্র: আমাদের সময়

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর