প্রতিবন্ধী ও বৃদ্ধদের সহায়ক সৌরচালিত স্কুটার বানাল যবিপ্রবির শিক্ষার্থীরা

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের তড়িৎ প্রকৌশলের শিক্ষার্থীরা সৌরবিদ্যুত চালিত স্কুটার তৈরী করেছেন। ঘন্টায় ২৫ কিলোমিটারেরও বেশি বেগে চলতে সক্ষম এই স্কুটারটটি প্রতিবন্ধি,বৃদ্ধ অথবা যারা হাটতে অক্ষম তাদের জন্য বিশেষভাবে উপযোগী।

যবিপ্রবির ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী মেহেদী হাসান,রাহাত হোসেন, মোহাম্মদ তারেক, ও মিনহাজুল হক, দীর্ঘ তিনমাসের চেষ্টার পর এটি তৈরী করতে সক্ষম হয়েছেন।

প্রচলিত স্কুটারগুলো পাতে ঠেলে চালাতে হয়,ব্রেক থাকে না। কিন্তু তাদের তৈরীকৃত স্কুটারটি স্বয়ংক্রিয়ভাবে চলবে এবং নিয়ন্ত্রন করা যাবে বলে জানায়। গিয়ার বক্সের মাধ্যমে ইচ্ছামত গতি নিয়ন্ত্রন ছাড়াও দূর্ঘটনা এড়াতে পায়ে ব্রেক এবং হেড লাইট ও হর্ণ লাগানো হয়েছে।

স্কুটারটি মূলত তৈরি করা হয়েছে হাঁটতে অসমর্থ এমন বৃদ্ধ ব্যক্তি, প্রতিবন্ধী, যারা কোনো কিছু ধরে দাঁড়াতে পারেন কিন্তু হাঁটতে পারেন না, তাদের জন্য। কোনো কারণে ল্যাপটপ অথবা মুঠোফোনের চার্জ শেষ হয়ে গেলেও এর মাধ্যমে চার্জ করে নেয়া যাবে, বলে জানা শিক্ষার্থী মেহেদী হাসান।

তিনি আরও বলেন ‘স্কুটারটি আমরা নিজেদের ল্যাব ও স্থানীয় একটি ওয়ার্কশপে তৈরি করেছি,মাত্র ১৫,০০০ টাকা খরচ হয়েছে।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর