নারীসহ আরও ১৮৩ জনকে বাংলাদেশে ফেরত পাঠাল সৌদি

গত বুধবার ও বৃহিস্পতিবার এই দুইদিনে নতুন করে আরও ১৮৩ জন শ্রমিককে বাংলাদেশে ফেরত পাঠিয়েছে সৌদি আরব। ফেরত আসা ১৮৩ জনের মাঝে ২০ জন নারীও আছেন বলে জানা যায়।

বুধবার রাত ১১ টার দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরন করা সোদি এরাবিয়ান এয়ারের বিমানে করে ৮৯ জন এবং আজ বৃহস্পতিবার সকাল ১১টার ফ্লাইটে আরও ৯৪ জন ফেরত এসেছেন, বলে জানায় ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম

ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের স্থাপিত প্রবাসী কল্যান ডেস্ক থেকে ফেরত আসা শ্রমিকদের খাবার,পানিসহ জরুরী সকল সেবা দেয়া হয়েছে বলে জানা গেছে।

ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের কর্মকর্তা শরিফুল হাসানের সাথে কথা বলে জানা যায়, ৩৬৩৫ জন বাংলাদেশিকে শুধুমাত্র জানুয়ারি মাসেই ফেরত পাঠিয়েছে সৌদি আরব সরকার। যার বেশিরভাগই শুন্য হাতে ফেরত এসেছে। এবং গতরাতের ফ্লাইটে সৌদি আরব থেকে ৮ বাংলাদেশির লাশও এসেছেন।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর