টুর্নামেন্ট সেরার পুরস্কার ভেঙে ফেলল জয়সোয়াল

এইবারের অনুর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপের সেরা খেলোয়ার হয়েছেন ভারতের ছেলে যশস্বী জয়সোয়াল। ভারতের এই ওপেনার টুর্নামেন্টে করেছেন মোট ৪০০ রান। যা সত্যিই প্রশংসাযোগ্য।ফাইনালে বাংলাদেশের বিপক্ষেও খেলে ৮৮ রানের অনবদ্য এক ইনিংস।

সেই হিসাবেই এবার তাকে বিশ্বকাপের সেরা সেরা হিসাবে নির্বাচন করা হয়েছিল। হাতে উঠেছিল টুর্নামেন্ট সেরার ট্রফি।

কিন্তু দেশে ফিরে দেখা গেছে ভেঙে অনাদরে পরে আছে আকাঙ্ক্ষার সেই ট্রফি। কিভাবে সেটা ভাঙল সেই ব্যাপারেও নাকি তার কিছু জানা নেই এবং জানার আগ্রহও নেই।

জয়সোয়ালের কোচ জাওলা সিং জানিয়েছেন,”ট্রফি নিয়ে সে তেমন কিছু কখনই ভাবে না। তার ভাবনার বস্তু হল রান। ক্রিকেটে কিভাবে বেশি রান করা যায় টা নিয়েই সে সবসময় ভাবে। ভাবনার কারনেই হয়ত আইপিএল এর নিলামে ২ কোটি ৪০ লাখ রুপিতে দল পেচ্যেছে সে।”

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর