বইমেলায় সিয়াম মেহরাফ’র প্রথম কিশোর থ্রিলার উপন্যাস ’চতুষ্কোণ’

অমর একুশে বইমেলা ২০২০-এ প্রকাশিত হয়েছে সিয়াম মেহরাফ-এর প্রথম কিশোর থ্রিলার উপন্যাস ’চতুষ্কোণ’। এবারের বইমেলায় বইটি পাওয়া যাচ্ছে দাঁড়িকমা প্রকাশনীর স্টল নম্বর-৬৯৮। তার প্রথম এই উপন্যাসটি একটা ৫ বছরের মার্ডারকে কেন্দ্র করে।

বইটি সম্পর্কে লেখক সিয়াম মেহরাফ বলেন, একটা ভয়াবহ দূর্ঘটনায় প্রাণ হারালো মাত্র ৫ বছর বয়সী এক নিষ্পাপ শিশু । কিন্তু পরক্ষনেই বেরিয়ে এলো এটা আসলে কোন দূর্ঘটনা নয়, খুন! খুনের তদন্ত করতে মাঠে নামে গোয়েন্দা সিয়াম এবং তার দল । একে একে বেরিয়ে আসে আরো কিছু চাঞ্চল্যকর তথ্য! আরো কিছু মর্মান্তিক ঘটনার মারপ্যাঁচের সাথে সম্পর্ক খুঁজে পাওয়া যায় এই খুনের । কেনই বা খুন হলো ৫ বছরের একটা শিশু? এর পিছনের আসল রহস্যটাই বা কি? গোয়েন্দা সিয়াম এবং তার দল কি পারবে বিভিন্ন ষড়যন্ত্রের বেড়াজালে আটকে থাকা এই কেসের সমাধান করতে?

উল্লেখ্য, সিয়াম মেহরাফ-এর এই কিশোর থ্রিলার উপন্যাসটি অনলাইন বুকশপ রকমারি ডট কম এবং বই পিয়নেও পাওয়া যাচ্ছে।

বার্তা বাজার/এম.সি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর