প্রতিপক্ষ হিসেবে পোর্তোকে বেশ সমীহ করছে লিভারপুল

চ্যাম্পিয়ন্স লিগের লিভারপুল বনাম পোর্তোর ম্যাচে প্রতিপক্ষ হিসেবে পোর্তোকে বেশ সমীহ করছে লিভারপুল কোচ ইয়র্গেন ক্লপ। প্রথম লেগের মতো ফিরতি ম্যাচেও জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামতে চায় অলরেডরা। অন্যদিকে, পোর্তো কোচ সার্জিও কনসিসাওয়ের জানান,ঘরের মাঠে পরিকল্পানা মাফিক খেলতে পারলে ইতিবাচক ফলাফল পাওয়া সম্ভব।

ম্যানেজার ইয়র্গেন ক্লপ বলেন, দেখুন,প্রথম লেগের ম্যাচটি জিতে দলের ফুটবলাররা বেশ আত্নবিশ্বাসী। পোর্তো খুবই ভালো দল। সম্প্রতি তাদের ফুটবলারদের পারফরম্যান্স চোখে পড়ার মতো। প্রতিপক্ষকে সমীহ করছি। ফুটবলাররা নিজেদের সেরাটা দিতে মুখিয়ে আছে। আমরা জয়ের ধারাবাহিকতা বজায় রেখে, সেমিফাইনালে খেলতে শতভাগ প্রস্তুত।

পোর্তোর প্রধান কোচ সার্জিও কনসিসাওয়ের বলেন, দেখুন, কোনো সন্দেহ নেই এ মৌসুমে বিশ্বের সবচেয়ে সেরা দল লিভারপুল। তাদের ফুটবলাদের পারফরম্যান্স অসাধারণ। প্রতিপক্ষ হিসেবে অলরেডরা বেশ শক্তিশালী। তারপরও দলের ফুটবলাররা দলগত পারফরম্যান্স উপহার দিতে প্রস্তুত। ঘরের মাঠে পরিকল্পানা মাফিক খেলতে পারলে ইতিবাচক ফলাফল পাওয়া সম্ভব।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর