করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার আশঙ্কা উড়িয়ে দেয়া যায় না: সাঈদ খোকন

বাংলাদেশে করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার আশঙ্কা উড়িয়ে দেয়া যায় না বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন।

বৃহস্পতিবার (০৬ ফেব্রুয়ারি) রাজধানীর নগর ভবনে আয়োজিত করোনা ভাইরাস বিষয়ক এক সেমিনারে তিনি এ কথা বলেন।

দক্ষিণের মেয়র বলেন, করোনা ভাইরাস নিয়ে আমরা সবাই অত্যন্ত আতঙ্কিত। ঢাকা বা বাংলাদেশে এখনো কেউ আক্রান্ত হয়নি। আক্রান্তের সম্ভাবনা উড়িয়ে দেয়া যায় না কোনোভাবে। এই ভাইরাস বাংলাদেশে আসার সম্ভাবনাকে উড়িয়ে দিতে পারি না, পারি না। যদি এসে পড়ে তবে সেটা ভয়ঙ্কর রুপ নিতে পারে।

এর করোনো ভ্যাকসিন এখনো আবিষ্কার না হওয়ায় প্রতিরোধের বিষয়ে সবাইকে সচেতন হওয়ার পরামর্শ দিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডা. কনক কান্তি বড়ুয়া। বলেন, ভ্যাকসিন আবিষ্কার হয়নি। প্রতিরোধের পদ্ধতিটা যদি আমরা খেয়াল করি, আর সচেতন থাকি তাহলে এ থেকে আমরা রক্ষা পেতে পারি।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর