ফেনী মাতিয়ে গেলেন জনপ্রিয় ব্যান্ড তারকা জেমস

ফেনীর মহিপাল সরকারী কলেজ মাঠে পাঁচদিন ব্যাপি বৈশাখী মেলার ৩য় দিনে সাংস্কৃতিক অনুষ্ঠানের মঞ্চে এসে দেশের জনপ্রিয় ব্যান্ড তারকা জেমস গানে গানে ভক্তদের হৃদয় মাতিয়ে তোলেন। মঙ্গলবার (১৬ এপ্রিল) ফেনীর মহিপাল সরকারী কলেজ মাঠে ১৩ নং ওয়ার্ডবাসী আয়োজিত বৈশাখী মেলার ৩য় দিনের সাংস্কৃতিক অনুষ্ঠানের মূল আকর্ষন ছিল গুরু নামে খ্যাত ব্যান্ড তারকা নগরবাউল জেমস। দর্শকরা অপেক্ষা করতে থাকে কখন তাদের প্রিয় শিল্পী মঞ্চে আসবে।পুরো মাঠ জুড়ে তখন ছিল গুরু,গুরু ধ্বনি।হাজার হাজার দর্শকদের অপেক্ষার পালা শেষ করে রাত প্রায় নয়টায় মঞ্চে উঠেন গুরু জেমস।

জেমস মঞ্চে উঠেই একে একে গেয়ে শোনান
দুঃখিনী দুঃখ করোনা ……., গুরু ঘর বানাইলা কি দিয়া……,বাংলার লাঠিয়াল….,পদ্ম পাতার জল….., সুলতানা বিবিয়ানা সাহেব বাবুর বৈঠক খানা…., দশমাস দশদিন ধরে গর্ভে ধারণ…..,দুষ্ট ছেলের দল- মিষ্টি মেয়ের দল…..,ও বিজলী চলে যেওনা…., ঝাকানাকা ঝাকানাকা দেহ দোলা না…, আমি তারায় তারায় রটিয়ে দিবো…..,আসবার কালে আসলাম একা….,পাগলা হাওয়ার তরে….।
শেষে তার সাড়া জাগানো হিন্দী গান ভিগী ভিগী গানটি গেয়ে মঞ্চ ছাঁড়েন জেমস।সর্বমোট ১৩ টি গান গেয়ে শোনান তার ভক্তদের।

গানের ফাঁকে জেমস দর্শকদের উদ্দেশ্যে বলেন,ফেনীবাসী তোমরা আমার থেকেও ভালো গাও।তোমাদের জন্য রইল আমার অফুরন্ত ভালোবাসা।তোমরা যতোদিন আছো,আমিও ততোদিন আছি।তোমরা আমার প্রাণ,তোমরাই আমার গান। ফেনী পৌরসভার প্যানেল মেয়র ও স্থানীয় কাউন্সিলর নজরুল ইসলাম স্বপন মিয়াজীর সার্বিক তত্ত্বাবধানে সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী।
অনুষ্ঠানে ফেনী জেলা পুলিশ সুপার এস,এম জাহাঙ্গীর আলম সরকার,ফেনী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুর রহমান বি কমসহ বিভিন্ন উপজেলা পরিষদের চেয়ারম্যানবৃন্দ,প্রশাসনিক কর্মকর্তাসহ গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর