শেরপুরে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত

সারাদেশের ন্যায় যথাযোগ্য মর্যাদায় শেরপুরে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে ১৭ এপ্রিল বুধবার দুপুরে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ রজনীগন্ধায় জেলা প্রশাসক আনার কলি মাহবুবের সভাপতিত্বে এক সেমিনার ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের হুইপ বীরমুক্তিযোদ্ধা মো. আতিউর রহমান আতিক এমপি।

সেমিনারে ‘ঐতিহাসিক মুজিবনগর দিবস ও বাংলাদেশের স্বাধীনতা’ শীর্ষক মূল প্রবন্ধ পাঠ করেন, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (উপ-সচিব) এ টি এম জিয়াউল ইসলাম। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ বিল্লাল হোসেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সাইয়েদ এজেড মোরশেদ আলী, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এবিএম এহছানুল মামুন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক চন্দন কুমার পাল, জেলা মহিলা সংস্থার চেয়ারম্যান শামছুন্নাহার কামাল, শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রকাশ দত্ত, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক জেলা কমান্ডার আ স ম নুরুল ইসলাম হীরু, মুক্তিযোদ্ধা তালাপতুফ হোসেন প্রমুখ।

আলোচনার শুরুতে জেলা তথ্য অফিসের উদ্যোগে মুজিবনগর দিবসের প্রেক্ষাপটের ওপর একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। অনুষ্ঠানে বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনীতিক ও শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর