রাবিতে জাতীয় বিশ্ববিদ্যালয় ভিসি বঙ্গবন্ধুর একটি ভাষণেই জাতি রাষ্ট্র সৃষ্টি

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসরড ড. হারুন-অর-রশিদ বলেছেন, ৭মার্চ বঙ্গবন্ধুর একটি ভাষণেই জাতি রাষ্ট্রের সৃষ্টি হয়েছে। তিনি মুক্তিযুদ্ধে বাঙ্গালী জাতির মুক্তির আন্দোলনটাকে যেভাবে সাজিয়েছেন মনে হবে একজন শিল্পী, এখানে হঠকারিতার স্থান নেইএকদিকে বাম হঠকারিতা অন্যদিকে দক্ষিণ হঠকারিতা দুটোই পরিহার করে অভিষ্ট লক্ষ্যে এগিয়েছে গেছেন। এতেই প্রমানিত হয় যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শুধু রাজনীতির কবিই নন, শিল্পীও বটে। তার রাজনৈতিক কলা কৌশল তার ৭ মার্চের ভাষণে ফুঁটে উঠেছে। সে ভাষণেই স্বাধীনতা ঘোষণা দিয়েছেন বলে মন্তব্য করেন তিনি। বুধবার বেলা ১২টায় মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধে বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সমাজের আয়োজনে প্রধান আলোচকের বক্তব্য এসব কথা বলেন তিনি।

ড. রশীদ আরও বলেন, বঙ্গবন্ধুর জন্ম না হলে আসল বাংলাদেশের জন্মই হতো না। পাকিস্তান রাষ্ট্র কাঠামো না ভাংতে পারলে এদেশের মানুষ মুক্তি পাবে না। বাংলার মানুষকে মুক্ত করেই ছেড়েছেন। বর্তমানে পাকিস্তানের মত ব্যর্থ রাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়ার থেকে বাংলাদেশের একজন সাধারণ নাগরিক হওয়া হাজার গুন
উত্তম বলে মনে করেন তিনি। বিশেষ আলোচকের বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এম. আব্দুস সোবহান বলেন, বঙ্গবন্ধুর মতো নেতা যদি আমরা না পেতাম তাহলে আমরা এত সুন্দর দেশ পেতাম না। এখনও আমরা পাকিস্তানি শোষক দের হাতে শোষিত হতাম। তার মত স্বার্থহীন নেতা হাজার বছরের ইতিহাসে দুটি নেই। তার দেওয়া ৭ মার্চের ভাষণ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ভাষণ গুলোর মধ্যো ৪১ তম।

বিশ্ববিদ্যালয়ের মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধে বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সমাজের আহ্বায়ক প্রফেসর ড. এম মজিবুর রহমানের সভাপতিত্বে সভায় আলোচক
ছিলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রো-ভিসি প্রফেসর ড. আনন্দ কুমার সাহা, চৌধুরী মো. জাকারিয়া, কোষাধ্যক্ষ প্রফেসর ড. এ কে এম মোস্তাফিজুর রহমান
আল-আরিফ। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন রেজিস্ট্রার প্রফেসর ড. এম বারী, প্রক্টর প্রফেসর ড. লুতফর রহমানসহ প্রায় তিন শতাধিক শিক্ষক-শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর