ভোট কেন্দ্রে কাপড় ছিড়ে ফেলা হল ডেইজি সারোয়ারের

কেন্দ্রে ঢোকার সময় ডেইজি সারোয়ারকে শারীরিক ভাবে লাঞ্ছিত করা হয়েছে, তার কাপড় ছিঁড়ে ফেলা হয়েছে। এমন অভিযোগ জানিয়েছেন তিনি।

ঢাকার উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে আজ শনিবার (১ ফেব্রুয়ারি)। সকাল ৮টায় শুরু হওয়া ভোটগ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত।

তবে ভোটগ্রহণ শুরু হলেও ভোট না দিয়ে ফেরত যাচ্ছেন বহু ভোটাররা।

এর আগে, মোহাম্মদপুরের বায়তুল ফালাহ কেন্দ্রে ভোট দিতে এসে এই ধরণের ঘটনার শিকার হন ডেইজি সারোয়ার।

ঘটনার পরিপ্রেক্ষিতে জানা গেছে, ঢাকা উত্তর সিটি কপোরেশনের ৩১ নাম্বার ওয়ার্ডের বাইতুল ফালাহ কেন্দ্রর সামনে লাঙ্গল সমর্থিত প্রার্থী শফিকুল ইসলাম সেন্টুর সমর্থকরা নৌকার প্রার্থী ডেইজি সারোয়ারকে টেনে হিচড়ে তার পরিহিত কামিজ ছিড়ে ফেলে এবং তাকে ধাক্কা দিয়ে কেন্দ্র থেকে বের করে দেয়।

লাঞ্ছিত হওয়ার পর লাঙল ও নৌকা সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয় এবং এতে দুই পক্ষের কমপক্ষে ১৫ জন আহত হয়। পরে ঘটনাস্থলে পুলিশ এসে দুই পক্ষকে কেন্দ্র থেকে বের করে দেয়।

এদিকে এই ঘটনায় লাঞ্ছিত ডেইজি সারোয়ার মা’মলা করবেন বলে জানান।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর