পাবনায় ঐতিহাসিক মুজিবনগর দিবস পালন

পাবনায় ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত হয়েছে । দিবসটি উপলক্ষে আজ বুধবার সকাল সাড়ে ১০ টায় জেলা প্রশাসনের আয়োজনে সম্মেলন কক্ষে “ঐতিহাসিক
মুজিবনগর দিবস, বাংলাদেশের স্বাধীনতা” শীর্ষক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে জেলা প্রশাসক জসিম উদ্দিনের সভাপতিত্বে বক্তব্য দেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী আতিয়ুর রহমান,অতিরিক্ত পুলিশ সুপার শামিমা আক্তার, অতিরিক্ত জেলা প্রশাসক( সার্বিক) শাফিউল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক(শিক্ষা ও আইসিটি) শাহেদ পারভেজ,অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোখলেছুর রহমান, এনএসআই এর উপ পরিচালক এইচ এম এমরান সহ অন্যান্য ব্যক্তিবর্গ।বক্তারা

তাদের বক্তব্যে ঐতিহাসিক মুজিবনগর এর ইতিহাস সম্পর্কে উপস্থিত সবার মাঝে তুলে ধরেন। এ সময় জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও বিভিন্ন স্কুলে শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর