জেগে উঠো নূসরাত

জেগে উঠো নূসরাত

কবি – ফারুক আল ফয়সাল

আর মায়া কান্না নয়
জেগে উঠো নূসরাত,
আর চোখের জল নয়
বিবেকের বিচারে করো আঘাত।

দ্বগ্ধ শরীরের যন্ত্রনা ভুলে
তোলো প্রতিবাদের মুষ্টিবদ্ধ হাত,
রক্ষক বক্ষকের যৌণাচার
সমাজ বৈষম্যের গ্লাণী,
লিঙ্গ বৈরীতার ভ্রষ্টাচার
মুখোশের আড়ালে শ্লীলতাহানী,
মায়ের আসন নারীর ভূষণ
জাতির লজ্জা সম্মানে টানাটানি ।

সাহসে ঘুরে দাঁড়াও নূসরাত
বিদ্বগ্ধ সমাজ সংস্কৃতি,
ভেঙ্গে করো চুরমার
পুরনো আচার রীতিনীতি,
এবার বন্ধ দুয়ার খোল,
চারিদিকে জেগেছে জনতা
রাজ পথে প্রতিবাদের মিছিল।

আপোষনেই আপোষের চোরাগলীতে
অপরাধীর সাজা ধর্ষকের ফাঁসি,
জনতার শ্লোগান মুখরিত ধবনিতে
জাগ্রত ‍মুক্তিসেনা মাকে ভালবাসী,
লাখো কন্ঠে এক আওয়াজ
মুক্তির চেতনায় মৃত্যুহীন লাশ,
ঘুমাও অমর ধামে
মরেও অমর নূসরাত সাবাস ।।

 

লেখক, কবি, সাংবাদিক –

ফারুক আল ফয়সাল ।
নোয়াখালী জেলা প্রতিনিধি – দৈনিক ভোরের আলো
সম্পাদক – মুক্তির মিছিল

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর