সুইডেনে ফের মসজিদে হামলা, কুরআনের অবমাননা

এক হামলার সাত মাস না যেতেই ফের হামলার ঘটনা ঘটেছে সুইডেনের একটি মসজিদে। দেশটির গোথেনবার্গ শহরের মোল্ডাল হাসপাতাল সংলগ্ন মসজিদটিতে বর্ণবাদী হামলা চালিয়েছে অজ্ঞাত সন্ত্রাসীরা।

সোমবার ( ২৭ জানুয়ারি) আনাদুলু আরবির এক প্রতিবেদনে এই খবর জানানো হয়- সেখানে বলা হয়, সাত মাস আগে এই মসজিদে আরেকবার এরূপ হামলা হয়েছিল।

মাইকেল ইউকসেল নামের সুইডেনের এক কর্মকর্তা আনাদুলুকে জানান, কয়েকজন অজ্ঞাত সন্ত্রাসী মসজিদে প্রবেশ করে কুরআনের পান্ডুলিপি ছিঁড়ে ফেলেছে এবং মসজিদের দেয়ালে ইসলাম ও মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে অশোভন কিছু কথাবার্তা লিখে রেখেছে।

এই জঘন্য সন্ত্রাসী হামলায় মুসলমানদের উদ্বিগ্ন হওয়ার বিষয়টি তিনি অনুভব করতে পারছেন বলে জানান মাইকেল ইউকসেল। হাসপাতালের সবজায়গায় থাকলেও মসজিদ এলাকায় সিসিটিভি ক্যামেরার অনুপস্থিতি তাকে বিস্মিত করেছেও বলে জানিয়েছেন তিনি। বলেছেন, নিরাপত্তা কর্তৃপক্ষকে ক্যামেরা স্থাপন ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছি।

হামলার ঘটনার পরপরই সুইডিশ পুলিশ মসজিদে উপস্থিত হন এবং খুব শিগগির সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য তদন্ত শুরু করবেন বলে আশ্বাস দিয়েছেন।

এর আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে সুইডেনের মুসলমানদের হত্যা করা ও মসজিদসমূহ পুড়িয়ে দেয়ার হুমকিও দেয়া হয়েছে।

বার্তাবাজার/কেএ

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর