হাইড্রোলিক হর্ন, এলইডি লাইট ও অবৈধ যান এর বিরুদ্ধে বিশেষ অভিযান

ঝিনাইদহে হাইড্রোলিক হর্ন, এল্ইডি লাইট ও মহাসড়কে চলাচলকারী অবৈধ যান এর বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে।

সোমবার দুপুরে ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের ভাটই বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় শতাধিক গড়াই, রূপসা বাস, ট্রাকের হর্ণ ও লাইট অপসারণ এবং প্রায় ২০টি থ্রী হুইলার আটক করা হয়।

এসময় অভিযানে উপস্থিত ছিলেন টি আই কামাল হোসেন, সার্জেন্ট মোস্তাফিজুর রহমান, টিএস আই মাহবুবুর রহমানসহ সদস্যবৃন্দ। সার্জেন্ট মোস্তাফিজুর রহমান বলেন, পুলিশ সুপার মোঃ হাসানুজ্জামান (পিপিএম) এর নির্দেশনা মোতাবেক অভিযান পরিচালনা করা হচ্ছে।

তিনি আরও বলেন, মহাসড়কে অবৈধ কোন যানবাহন না চালানো, মানুষের শ্রবণ শক্তির মারাত্মক ক্ষতিকারক হলো নিষিদ্ধ হাইড্রোলিক হর্ণ এবং চোখের রেটিনার জন্য ক্ষতিকর এলইডি লাইট অপসারণে অভিযান অব্যাহত রয়েছে। যার ফলে মহাসড়কে শৃঙ্খলা ফিরে আসবে এবং দূর্ঘটনা কম হবে।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর