সিরাজগঞ্জে পদোন্নতির দাবিতে কর্মবিরতি

সিরাজগঞ্জে পদবী পরিবর্তন এবং বেতন গ্রেড উন্নতির দাবিতে নবম দিনের মতো কর্মবিরতি পালন করেছেন ৩য় শ্রেণির কর্মচারীরা। সোমবার (২৭ জানুয়ারি) সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করা হয়।

বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতির (বাকাসস) সিদ্ধান্তে সিরাজগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের কর্মরত কর্মচারীরা এ কর্মসূচি পালন করেন।

এ সময় বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতি (বাকাসস) ও সিরাজগঞ্জ জেলার সভাপতি মো. আকবর হোসেন বলেন, সরকারের মাঠ প্রশাসনের বিভিন্ন কার্যালয়ের কর্মরত কর্মচারী সমিতি কর্মচারীদের দীর্ঘদিন ধরে পদ পরিবর্তনের দাবি করে আসছে। এ দাবি প্রধানমন্ত্রীর অনুমোদন পাওয়ার পরও বাস্তবায়ন না হওয়ায় এ সংগঠনের কেন্দ্রীয় কমিটির ঘোষণায় সারাদেশে এই কর্মসূচি পালন করা হচ্ছে।

এ সময় বাকাসস এর সিরাজগঞ্জ জেলা শাখার সহ-সভাপতি মো. রেজাউল করিম, সাধারণ সম্পাদক মো. নুরুল আমিন ও যুগ্ন সাধারণ সম্পাদক মো. নূরে আলম উপস্থিত ছিলেন।

এ কর্মবিরতিতে জেলা প্রশাসকের কার্যালয়ে সেবা নিতে আসা সকলে ভোগান্তির শিকার হচ্ছে ।

বার্তা বাজার/এস.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর