করোনাভাইরাস: চীনে মৃতের সংখ্যা বেড়ে ৮০

চীনে করোনাভাইরাস সংক্রমণে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮০ জনে। আক্রান্তের সংখ্যা প্রায় ২ হাজার ৭’শ জন বলে জানিয়েছে দেশটির ন্যাশনাল হেলথ কমিশন।

দেশটির স্বাস্থ্য সংস্থার হিসেবে একদিনেই করোনা ভাইরাসে মারা গেছে ২৪ জন। গতকাল চীনের স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছিলেন, করোনাভাইরাস ক্রমেই শক্তিশালী হচ্ছে এবং দ্রুত ছড়িয়ে পড়ছে। আক্রান্ত ব্যক্তিদের সংখ্যাও দ্রুত বাড়ার আশঙ্কার কথাও বলেছিলেন তিনি।

আক্রান্ত হওয়ার ১৪ দিনের মধ্যে ভাইরাসটি বংশবৃদ্ধি করে। তাই অসুস্থতার লক্ষণ প্রকাশের আগেই তা ছড়িয়ে পড়তে পারে অন্যদের শরীরে। এদিকে, এই ভাইরাসে আক্রান্ত পঞ্চম রোগীকে শনাক্ত করার কথা জানিয়েছে যুক্তরাষ্ট্র।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর