ঝিনাইদহের মহেশপুর থেকে ইউ এস ডলার ও স্বর্ণসহ আটক ৩

ঝিনাইদহের মহেশপুর উপজেলার তালসার বাজার থেকে স্বর্ণ চোরাকারবারী মোঃ মোখলেছুর রহমান (৫৫), কে আটক করেছে মহেশপুর ৫৮ ব্যাটালিয়ন (বিজিবি)।

সে উপজেলার ভৈরবা গ্রামের করিম বিশ্বাস এর ছেলে। পরে তার স্বীকারোক্তি মোতাবেক মানিকগঞ্জ জেলার সিংগাইর উপজেলার গোবিন্দল গ্রামের আমজাদ হোসেনের ছেলে মোঃ রতন মিয়া (৪০) ও একই সাথে মোবাইল কললিষ্ট অনুসন্ধান করে মহেশপুর উপজেলার বাঘাডাংগা গ্রামের আজিজুল মন্ডলের ছেলে মোঃ মতিয়ার রহমান (৪৮) কে আটক করা হয়েছে।

আটককৃতদের কাছ থেকে ৪১,৫০০ ইউএস ডলার, ০২টি স্যামসাং ও ০১টি নোকিয়া মোবাইল ফোন, নগদ ৯৩৮৪০ টাকা, ০১টি মোটর সাইকেল এবং ৬১ কেজি সিটি গোল্ড আটক করা হয়।

সূত্র আরও জানায়, আটককৃত মোখলেছুর রহমান ও মোঃ রতন মিয়া স্বীকার করে যে, তারা আজ সকালে ৬টি সোনার বার ভারতে পাচার করেছে এবং উক্ত স্বর্ণের দাম হিসেবে মোট ৪১,৫০০ ইউএস ডলার সংগ্রহ করেছে।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর