ভোমরা স্থল বন্দরে করোনা ভাইরাস ঝুঁকি নির্ণয় কেন্দ্র স্থাপন

অগ্রিম সতর্কতা হিসেবে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে করোনা ভাইরাস সম্পর্ক সতর্কীকরণ এবং ঝুঁকি নির্ণয় কেন্দ্র স্থাপন করেছে সাতক্ষীরার জেলা প্রশাসন। রবিবার বিকালে জেলা প্রশাসক এস.এম মোস্তফা কামাল ভোমরা ইমিগ্রেশন পরিদর্শন শেষে এই ঝুঁকি নির্ণয় কেন্দ্র স্থাপন করেন।

এ সময় তার সাথে উপস্থিত ছিলেন, সাতক্ষীরার সিভিল সার্জন ডা. হুসাইন শাফায়েত, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবাশীষ চৌধুরী প্রমুখ।

পরে জেলা প্রশাসকসহ অন্যান্যরা করোনা ভাইরাস সম্পর্ক সচেতনতা সৃষ্টিতে লিফলেট বিতরণ করেন।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর