জাককানইবি’র প্রশাসনিক ভবনে তালা দিয়ে আন্দোলনে শিক্ষার্থীরা

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে (জাককানইবি) প্রতিশ্রুতি রক্ষা না করায় প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে দিয়েছেন সাধারণ শিক্ষার্থীরা। পরিবহন সংকট,আবাসন সংকট, র্ধমীয় উপাসনালয় সংকট সহ নানান সমস্যা সমাধানে নানা প্রতিশ্রুতি দেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। কিন্তু সেই প্রতিশ্রুতি রক্ষা না করায় আন্দোলন করছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।

রোববার (২৬ জানুয়ারি) সকাল ১০টায় প্রসাশনিক ভবনের মুলফটকে তালা ঝুলিয়ে দেন শিক্ষার্থীরা। এর পরে তারা নানা স্লোগান দিতে দিতে অবস্থান নেন জয় বাংলা চত্ত্বরে। আন্দোলনরত শিক্ষার্থীদের অভিযোগ বৃহত্তর আন্দোলনের মুখে বিশ্ববিদ্যালয়ের ভিসি গেলো বছর নভেম্বরে বিশ্ববিদ্যালয়ের ৪টি নিজস্ব বাস আনার প্রতিশ্রুতি দিলেও এখন পর্যন্ত কোনো বাসের দেখা পায়নি।

আন্দোলনরত ১৩ ব্যাচের র্দশন বিভাগের এক শিক্ষার্থী বলেন, গত ২২ জানুয়ারি ময়মনসিংহ যাবার পথে বিকেলের BRTC চুরখায়ে হঠাৎ বন্ধ হয়ে যায়,এটা নিয়মিত ঘটনা হয়ে দাড়িয়েছে। আর হলের কথা কি বলব! ১৩ ব্যাচের অরিয়েন্টেশনে বলা হয়েছিলো ২০১৯এর সেপ্টেম্বরে হল পাবো। পরে আরো দফায় দফায় শুধু প্রতিশ্রুতিই এসেছে কিন্তু কোন কাজ হয়নি। আর মসজিদ! এটার কথা বলতেও লজ্জা লাগে।

তালা দিয়ে আন্দোলনে শিক্ষার্থীরা। -বার্তা বাজার।

শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন, শুধু বাসই নয়, মসজিদ-উপসানালয়, টিএসসি, অডিটোরিয়ামসহ আরো অনেক কিছুরই প্রতিশ্রুতি দিলেও আদতে দৃশ্যমান কোন বাস্তবায়ন দেখা যায়নি। বিশ্ববিদ্যালয়ে দুইটি হলের কাজ চলমান। প্রায় দুই বছর আগে কাজ শেষ করার কথা থাকলেও এখন পর্যন্ত কাজ শেষ করতে পারেনি বিশ্ববিদ্যালয় প্রশাসন।

১৫ দিনের মধ্যে নতুন হল বরাদ্দ দিতে হবে, ন্যূনতম ৫ টি বাস, দুটি লোগোযুক্ত ডাবল ডেকার তিনটি ভার্সিটি লোগো যুক্ত বাস ১৫ দিনের মধ্যে নিশ্চিত করা, এক সপ্তাহের ভিতরে মসজিদ এর ভিত্তি প্রস্তর স্থাপন ইত্যাদি দাবি না মানা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুশিয়ারীদেন তারা।

বার্তা বাজার/এস.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর