বঙ্গোপসাগর থেকে নিখোঁজ হওয়া ট্রলার মিয়ানমার থেকে উদ্ধার

বঙ্গোপসাগরে মৎস্য আহরণ অবস্থায় ইঞ্জিন বিকল হয়ে ২০ মাঝিমাল্লাসহ নিখোঁজ এফবি বাকলিয়া ফিশিং-১ নামের সেই ট্রলারটির সন্ধান মিলেছে।শনিবার বিকেলে মিয়ানমারের রাখাইন রাজ্যের সীতাপারোকিয়া প্যাচের অদূরে চরে আটকা পড়া অবস্থায় ট্রলারটি উদ্ধার করেছে মিয়ানমারের নৌবাহিনী।

সিতওয়েতে অবস্থিত বাংলাদেশ কনসুলেটের হেড অব মিশন বারিকুল ইসলামের বরাত দিয়ে বাংলাদেশ কোস্টগার্ড পূর্ব জোনের স্টাফ অফিসার (অপারেশন্স) লে. কমান্ডার সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

গত ১৯ জানুয়ারি সেন্টমার্টিন দ্বীপের অদূরে গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল হওয়ার পর ২১ তারিখ থেকে নিখোঁজ হয়ে পড়ে ট্রলারটি।

খবর পেয়ে মাঝিমাল্লাসহ নিখোঁজ ট্রলারটির সন্ধানে সাগরে তল্লাশি অভিযানে নামে বাংলাদেশ কোস্টগার্ড ও নৌবাহিনী। সামুদ্রিক ফিশিং লাইসেন্সধারী ট্রলারটি গত ১৬ জানুয়ারি কর্ণফুলী নদীর ফিশারিঘাট থেকে মাছ ধরার উদ্দশ্যে সাগরে যায়।

রবিবার সকালে বাংলাদেশ-মিয়ানমার আন্তর্জাতিক সমুদ্র সীমানার জিরো লাইনে মাঝিমাল্লাসহ ট্রলারটি বাংলাদেশ কোস্টগার্ডের হাতে হস্তান্তর করে মিয়ানমারের নৌবাহিনী।(অনুলিখন সানজীদা)

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর